রিচার্ড ফাইনম্যান (Richard Feynman) ছিলেন একজন মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, যিনি কোয়ান্টাম ইলেক্ট্রোডায়নামিক্সের (QED) বিকাশে অনন্য অবদান রাখেন এবং ১৯৬৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় বক্তা, শিক্ষক ও লেখক হিসেবেও বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। ফাইনম্যান ডায়াগ্রাম ও "ফাইনম্যান টেকনিক" নামে পরিচিত তার শিক্ষণ পদ্ধতি বিশেষভাবে উল্লেখযোগ্য।