শক্তি ও শাসনের দর্শন—এটি রাজনীতি, সমাজবিজ্ঞান ও দার্শনিক চিন্তায় একটি গভীর ও বিশ্লেষণধর্মী ধারণা। এই দর্শনে রাষ্ট্রীয় ক্ষমতা, সামাজিক নিয়ন্ত্রণ, কর্তৃত্ব, ও জনগণের স্বাধীনতার সীমা এবং পারস্পরিক টানাপোড়েন ব্যাখ্যা করা হয়। প্লেটো, ম্যাকিয়াভেলি, হোবার্স, ফুকো থেকে শুরু করে আধুনিক রাষ্ট্রচিন্তায় শাসনের রূপ ও নৈতিকতার প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
আমরা আমাদের সেবা উন্নত করতে কুকি ব্যবহার করি। আমাদের কুকি নীতির শর্তাবলী জানার জন্য অনুগ্রহ করে এখানে ক্লিক করুন। কুকি ব্যবহারের জন্য আপনি সম্মত হলে, 'সম্মতি দিন' বাটনে ক্লিক করুন।