২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে লড়াই। শেষ ওভারে প্রয়োজন ১১ রান। প্রথম বলে দৌড়ে প্রান্ত বদল করে মুশফিকুর রহিমকে স্ট্রাইকিং প্রান্তে পাঠালেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক পরপর ২ বলে চার হাঁকিয়ে জয় অনেকটাই নিশ্চিত ভেবে উল্লাসও করে বসলেন। কিন্তু পরের ৩ বলে একে একে সাজঘরে ফেরেন তিন ব্যাটসম্যান, জয়ের উল্লাস করেও টাইগাররা তাই পরাজয়ের গ্লানি এড়াতে পারেনি।
ইংরেজিতে একটা প্রবাদ আছে "ডোন্ট কাউন্ট দ্য চিকেনস বিফোর দে হ্যাচ" যার অর্থ ডিম ফোটার আগে মুরগী গোনা ঠিক না।