EN
আরও পড়ুন
রাজনীতি
মার্কিন সাইঅপসের চিন্তুাপ্রক্রিয়াগত যুদ্ধের সৈনিকদের
মানসিক সমৃদ্ধি ও সম্পর্ক
দাপুটে পুরুষের আবেগ নিয়ে খেলা করার সমাজে
রাজনীতি
ভারত এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে
রাজনীতি
১৯৭৫ থেকে ২০২৪ - যত আত্মঘাতী কর্মকান্ড:
JadeWits Technologies Limited
রাজনীতি

সন্ত্রাসবাদের "দুই পিরামিড" ফ্রেমওয়ার্ক এবং র‍্যাডিকালাইজেশনের নিউরোসায়েন্স

জামাত বিএনপি রাজনীতি করে না, তাদের কর্মকান্ড সিআইএর পরিকল্পিত দুই পিরামিড মডেলের সন্ত্রাসবাদী প্রকল্প

ধরুন সাত সমুদ্র তের নদী পারে কোন শান্তিপ্রিয় নিরীহ সমাজ, যারা কৃষিকাজ বা মাঝ ধরে সুখে শান্তিতে হাজার বছর ধরে বসবাস করছে নিজস্ব কৃষ্টি সংস্কৃতি নিয়ে সেখানে আপনি আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান। আপনি বহু রকমে চেষ্টা করে দেখলেন যে, যে কোন বিপদে ওই সমাজের সকল মানুষ এক হয়ে যায় এবং কোনভাবেই আপনি তাদের নিয়ন্ত্রণ করতে পারেন না। তখন ঐ সমাজকে যদি আপনি কোন মতবাদ দিয়ে মৌলবাদীকরণ করতে পারেন তাহলে আপনি উক্ত সমাজের নিজস্ব কৃষ্টি সংস্কৃতি বিনষ্ট করতে পারবেন। তখন আপনি আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে ঐ সমাজ আর প্রতিরোধ করতে পারবে না। 

কিন্তু কোন মতবাদ দিয়ে মৌলবাদীকরণ করতে গেলে উক্ত সমাজ থেকে কঠিন প্রতিরোধ আসবে। তখন আপনার মৌলবাদীকরণ প্রক্রিয়া থেমে যাবে বা আপনাকে প্রাণ ভয়ে সেখান থেকে পালাতে হবে। কিন্তু আপনি যদি দুই পিরামিড মডেলে মৌলবাদীকরণ প্রক্রিয়া শুরু করেন, যার একটি সহিংসতার মতামত তৈরি ও আর একটি সহিংস কর্মে অংশগ্রহণের মডেল, তাহলে আপনি সফল হবেন।       

যদি একটি দেশের বৃহত্তম জাতির সংস্কৃতি ও জাতীয়তাবাদকে বিলুপ্ত করার প্রয়াসে সুপার পাওয়ার রাষ্ট্রের সহযোগীতায় সেনাকর্মকর্তাদের একটি রাজনৈতিক ফ্রেমওয়ার্ক প্রস্তুত করতে দেওয়া হয় তাহলে সেটি কেমন হবে? এর সাথে যদি সেই জাতির সংস্কৃতি ও জাতীয়তাবাদকে বিলুপ্ত করে সেখানে মৌলবাদ ও সন্ত্রাসবাদ দ্বারা সেটাকে প্রতিস্থাপিত করা উদ্দেশ্য হয়? 

এক কথায়, সহজ সরল বাঙালি জাতিকে যদি ইসলামী মৌলবাদী জাতিতে পরিণত করতে একটি রাজনৈতিক পরিকল্পনা করতে বলা হয় তাহলে আধুনিক সশস্ত্রবাহিনী কেমন পরিকল্পনা দেবে?

সেই পরিকল্পনা হল জামাত-বিএনপি - দুই পিরামিড মডেলের রাজনীতি।

২০১২ সালের ১৪ ডিসেম্বরে প্রকাশিত "নিউরোসায়েন্স ইনসাইটস অন র‍্যাডিকালাইজেশন অ্যান্ড মোবিলাইজেশন টু ভায়োলেন্স: এ রিভিউ" নামে একটি মৌলবাদীকরণ ফ্রেমওয়ার্ক উপস্থাপন করেছে। স্ট্র্যাটেজিক মাল্টিলেয়ার অ্যাসেসমেন্ট (SMA) টিম এবং ড. ক্লার্ক ম্যাককলির সহযোগিতায় বিকশিত "দুই পিরামিড" ফ্রেমওয়ার্কটি রাজনৈতিক মৌলবাদীকরণ (র‍্যাডিকালাইজেশন) এবং সহিংস কর্মকান্ড পরিচালনায় উদ্বুদ্ধকরণ প্রক্রিয়াগুলো বোঝার জন্য একটি উদ্ভাবনী মডেল।

মৌলবাদীকরণের রাজনীতি - যার ফলে ব্যক্তিরা চরম আদর্শিক অবস্থান গ্রহণ করে যা সহিংস কার্যকলাপের দিকে নিয়ে যেতে পারে - যেটা জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ। 

এসএমএ টিম এবং ড. ক্লার্ক ম্যাককলির "দুই পিরামিড" ফ্রেমওয়ার্কটি এই বিষয়টি বুঝতে সহায়তা করে একটি দুই পিরামিড মডেলের মাধ্যমে যারা আলাদা করে সহিংসতার মতামত তৈরি ও সহিংস কর্মে অংশগ্রহণের কৌশল বর্ণনা করে। এটি ম্যাককলি ও মস্কালেনকোর পূর্ববর্তী কাজ (২০০৮) থেকে উদ্ভূত এবং এসএমএ এর সহযোগিতার মাধ্যমে পরিমার্জিত হয়েছে (লিউপ্রেক্ট এট আল., ২০১০), যা বর্ণনামূলক সরঞ্জাম হিসেবে এবং সম্ভাব্য পরিকল্পনা যন্ত্র হিসেবে কাজ করে।

"দুই পিরামিড" মডেলটি “মতামত পিরামিড” এবং “কর্মকান্ড পিরামিড” নামে দুটি অংশে বিভক্ত, যেগুলোর প্রতিটি চারটি স্তরে বিভাজিত যা মৌলবাদীকরণ ও সহিংস কর্মকান্ডে অংশগ্রহণের বিভিন্ন স্তর নির্দেশ করে:

মতামত পিরামিডে নিউট্রাল (সবুজ) অংশ সবচেয়ে বড় গোষ্ঠী, যারা বিশ্বাস করে না যে তারা বা তাদের কারণে কেউ হামলার মুখে রয়েছে এবং তারা হিংসাত্মক কর্মকান্ডের কোন প্রয়োজন দেখে না। এর পর হল সিম্পাথাইজার (হলুদ) যারা বিশ্বাস করে তাদের গোষ্ঠী বা মতবাদ হামলার মুখে রয়েছে তবে নৈতিক বা আইনগত কারণে তারা হিংসাত্মক কর্মকান্ডের বিরোধী। এর পরে থাকে জাস্টিফায়ার (কমলা) যারা হিংসাত্মক কর্মকান্ডকে যৌক্তিক মনে করে কোন হামলার প্রতিক্রিয়া হিসেবে। পার্সোনাল মোরাল অবলিগেশন (লাল) যারা সবচেয়ে ছোট গোষ্ঠী, যারা নিজেকে ব্যক্তিগতভাবে দায়বদ্ধ মনে করে তাদের মতবাদ ও লক্ষ্য রক্ষায়।

কর্ম পিরামিডে নিষ্ক্রিয়রা (হালকা গোলাপী) হল রাজনৈতিক কার্যকলাপে অংশ নেয় না যারা। এর পর হল আইনসিদ্ধ কর্মী বা অ্যাক্টিভিস্ট (গোলাপী) যারা অহিংস, বৈধ রাজনৈতিক কার্যকলাপে অংশ নেয়। মৌলবাদী/আইন অমান্যকারী অ্যাক্টিভিস্ট (লাল) যারা অবৈধ (হিংসা বা অহিংস) কার্যকলাপে জড়িত। সন্ত্রাসবাদী (গাঢ় লাল), যারা নাগরিকদের লক্ষ্য করে হিংসাত্মক কার্যকলাপ পরিকল্পনা বা পরিচালনা করে।

এই ফ্রেমওয়ার্কটি নির্দেশ করে যে, ব্যক্তিরা উভয় পিরামিডে একই সাথে থাকতে পারে এবং অ্যাক্টিভেটর (অভ্যন্তরীণ কারণ), ক্যাটালিস্ট (বাহ্যিক কারণ), ইনহিবিটর (ব্যক্তিগত বা গোষ্ঠীগত বাধা), এবং ইন্টারভেনশন (বাহ্যিকভাবে আরোপিত পদক্ষেপ) দ্বারা চালিত হয়ে এর মধ্যে গতিশীল হতে পারে।

এই দুই পিরামিড মডেলের একটি পিরামিড (কর্ম পিরামিড) সরাসরি সন্ত্রাসবাদ ও রাষ্ট্রবিরোধিতায় যুক্ত থাকে। সেই কর্মকান্ডে রাজনৈতিক, সামাজিক, আইনগত বা নিরাপত্তা বাহিনীর বাধা আসলে কর্ম পিরামিড লুকিয়ে যায় এবং মতামত পিরামিড কাজ শুরু করে। পরিস্থিতি অনুকূলে আসলে আবার কর্ম পিরামিড সক্রিয় হয়। যে কোন সমাজে এই দুই পিরামিড একে অপরকে পরিপূরক করে দীর্ঘ সময় চললে সেই সমাজ শক্তিশালী মৌলবাদী সমাজে পরিণত হয়।   

জামাত-বিএনপি এরা রাজনৈতিক দল নয়, এটা সিআইএর পরিকল্পিত দুই পিরামিড মডেলের সন্ত্রাসবাদী প্রকল্প।

© সিরাজুল হোসেন

JadeWits Technologies Limited
সর্বশেষপঠিতনির্বাচিত

আমরা আমাদের সেবা উন্নত করতে কুকি ব্যবহার করি। আমাদের কুকি নীতির শর্তাবলী জানার জন্য অনুগ্রহ করে এখানে ক্লিক করুন। কুকি ব্যবহারের জন্য আপনি সম্মত হলে, 'সম্মতি দিন' বাটনে ক্লিক করুন।