চারিদিকে আয়না লাগানো একটি ঘরে যদি আপনি ঢুকে পড়েন তখন আপনার অসীম সংখ্যক প্রতিবিম্ব তৈরী হবে। এই কারনে এইরকম ঘরকে বলা হয় অসীম আয়নার ঘর (infinity mirror room)। এই ঘরে গেলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রকৃত আপনি কোনটি এবং তার সাপেক্ষে ঘরের দরোজাটি কোথায়। সেটি না মনে রাখলে আপনার বাস্তবতা অসীম প্রতিবিম্বের মাঝে হারিয়ে যাবে এবং আপনি আর সেটা থেকে বের হতে পারবেন না।
ধর্মগ্রন্থের ভেতরে যে মিথ বা পুরাণ বা ইতিহাস থাকে সেগুলোর মধ্য যখন আমরা ঢুকে যাই সেটা এমনই অসীম আয়নার ঘরের মত। তখন আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এটা কোন নির্দিষ্ট ধর্মগ্রস্থে বর্ণিত ইতিহাস। ধর্মগ্রন্থে বর্ণিত ইতাহাস ও বাস্তবের ইতিহাস একসাথে মিলিয়ে ফেললে আপনার বাস্তবতা অসীম প্রতিবিম্বের মাঝে হারিয়ে যাবে এবং আপনি আর সেটা থেকে বের হতে পারবেন না।
এভাবেই সত্য মিথ্যার বিভ্রান্তিতে পড়ে গিয়ে আপনি হারিয়ে ফেলবেন বাস্তবতা বোধ ও সাধারন জ্ঞান প্রয়োগের ক্ষমতা। নিজের পড়শির কল্যানের চেয়েও আপনার কাছে বড় হয়ে যাবে দূর কোন কল্পনার শয়তানদের মনোরঞ্জনের ইচ্ছা। নিজের আপনজন, পড়শি প্রতিবেশীদের ক্ষতি করে, দেশকে ধ্বংস করে স্বজাতীর জীবনের শান্তি বিনষ্ট করে আপনি সারাক্ষণ আফগান ফিলিস্তিনের জন্য জীবন দিতে চাইবেন। এটাই ধর্মীয় উয়োক মাইন্ড ভাইরাস।