১৯৭১ সাল থেকে এদেশের অস্ত্রধারী বাহিনীর বড় অংশ, বেশিরভাগ রাজনৈতিক দল, প্রায় সব ধর্মীয় দল ও পেশাজীবি, প্রায় সব সংবাাদকর্মী, প্রায় সব শিক্ষক ও প্রায় সব এনজিও কর্মীর মনের সুপ্ত ইচ্ছা হিন্দু ও আওয়ামী ঘৃণা ও পার্জিং বা বিতাড়িত করা। এদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন আনার আগে এই মানসিক রোগটির চিকিৎসা করতে হবে। এই মানসিক রোগটির কারণ ইলন মাস্কের সেই উয়োক মাইন্ড ভাইরাস। ১০ বছরের ছেলে বাবার সাথে দুইবার টুপি মাথায় দিয়ে জুম্মার নামাজে যাবার পরই দেশের রাজনৈতিক বাস্তবতা ও মুক্তিযুদ্ধের ভূরাজনীতি বুঝে ফেলে। উন্নাসিক মায়ের এ লেভেল পড়া মেয়ে দু চার দিন ডেইলি স্টার পড়ার পরই দেশের শত্রু কারা সেটা বুঝে ফেলে। এটাকেই কাজে লাগানোর পদ্ধতি বের করেছে জর্জ সোরোসের ওপেন সোসাইটি ও মার্কিন ডিপ স্টেট। তারাই এদেরই আদর যত্ন দিয়ে বড় করে তুলেছে ২০২৪ ঘটানোর জন্য। এখন সেটা রিসেট করার দায়িত্ব তাদেরই দেয়া হয়েছে। সব চেয়ে কম ক্ষতিগ্রস্থ হয়ে কিভাবে ২০২৪ রিসেট করবেন সেটা এটা ঘটনোতে যারা অতি উৎসাহী ছিলেন তাদেরই বের করতে হবে।