১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইটের পরিকল্পনাটা ছিল কিছু আওয়ামী নেতা কর্মীকে হত্যা করে ভয় দেখিয়ে হিন্দু ও আওয়ামী নেতা কর্মীকে ভারতে বিতাড়ণ করতে পারলেই বাঙালির মুক্তির আন্দোলন শেষ হয়ে যাবে। ক্ষীণ বুদ্ধির পাক শাসকদের দৃঢ় বিশ্বাস ছিল বাঙালির মুক্তির আন্দোলন হিন্দু ও ভারতীয়দের চক্রান্ত। দুই সপ্তাহের জন্য পরিকল্পিত সেই হিন্দু ও আওয়ামী নিধন ও পার্জিং কয়েক মাস ধরে করেও যখন দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে পারল না তখন তারা ধাপে ধাপে 'পরিশুদ্ধ' আওয়ামী লীগ তত্ত্ব হাজির করে। আওয়ামী লীগের 'ভাল' নেতাদের আহ্বান করে দেশ চালাতে ফিরে আসার জন্য। ২০২৫ সালে এখন শোনা যাচ্ছে 'রিফাইন্ড' আওয়ামী লীগ তত্ত্বের কথা। ২০২৪ এর রাষ্ট্রদ্রোহীতা ও খুন ধ্বংসের বিচারের আগে কোন 'রিফাইন্ড' আওয়ামী লীগ হবে না। দেশে সংবিধান আছে আইন আছে, দেশ সেভাবে চলবে - কোন ফর্মুলায় নয়। মার্কিন ডিপ স্টেটের রঙিন বিপ্লবের মার্কিন যুক্তরাষ্ট্র এখন পাল্টি খেয়ে ডিপ স্টেট বিরোধী। 'রিফাইন্ড' আওয়ামী লীগ নয় 'রিফাইন্ড ক্যান্টর্নমেন্টের যুগ সামনে।
১৯৭১ সালের হিন্দু ও আওয়ামী নিধন ও পার্জিং এবং 'পরিশুদ্ধ' আওয়ামী লীগ তত্ত্বের বিস্তারিত দেখুন আমার লেখা "সিআইএ এর অবমুক্ত দলিল: মুক্তিযুদ্ধ শুধুই আমাদের ন্যারেটিভ" সিরিজটিতে। লিংক কমেন্টে।